সবাই একটু কষ্ট করে পড়ুন...

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ২১ এপ্রিল, ২০১৪, ০৯:২৭:৩৪ রাত

বন্ধুত্ব এবং ভালবাসা.......

ভারত বাংলাদেশের বন্ধু

নাকি ভালবাসা....?

(?) দেখে অবাক হওয়ার কিছুই নেই।

আমরা জানি যে_ বাংলাদেশের

একটি বন্ধুপ্রিয় দেশ হলো ভারত,ছোট

বেলা থেকে আবেগীদের কাছ থেকে একটু

একটু শুনে এসেছি।

মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১

সালে ভারতেই প্রথম বাংলাদেশের

সাথে যুদ্ধ করে এসেছে।

তাহা আবেগীরা মিডিয়ার মত প্রঁচার

করে এসেছে আমরা শুনে এসেছি।ভিতরের

মাঁঝে কখনো আমাদের ঠুকতেই দেয় নি।

আসল ইতিহাসটা কি ছিলো...।

ইতিমধ্যেই আসল ইতিহাস টা বাপ দাদার

মুখে না শুনলেও বাংলার জাতির মেয়ের

হাসিনার কর্ম,কান্ড,প্রতিক্রিয়া সহ

সকল কর্যক্রম এর মাধ্যমে টের

পেয়েছি এবং নিজের চোঁখে দেখতেছি।

কথায় আছে,লাঁভে লোঁহা বহন করে,অ-

লাঁভে সোঁনাও বহন করে না।

মূলকথা,

আমরা এখন বিশ্বাস করি যে__ভারতের

মেয়ে হাসিনাই ভারতের সাথে বন্ধুত্ব

থেকে ভালবাসায় রুপান্তরিত হয়ে গেছে।

বর্তমানে হাসিনার এত আবেগ কাজ

করতেছে যে- তাঁর মহান "ভারত" যখন

যা চাইতেছে তখন তার প্রেমিকা হাসিনার

কাছে তাই পাইতেছে।

ভারতের মনেপ্রানে এখন একটাই বিশ্বাস

হয়ে উঠেছে...আহা এমন প্রেমিকা আর

পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না।

ইজ্জত থেকে শুরুকরে দেশ-দেশের মানুষ

সহ পাওয়া যায়।

এটা না হয় ভারতের স্বার্থ...কিন্তু

হাসিনার স্বার্থ কি.....?

হাসিনার স্বার্থ হলো তার আদিম

ইতিহাসের সেই কুঁলাঙ্গার পিতা বা বিশ্বের

কুলাঙ্গারদের মধ্যে অন্যতম জারজ

সন্তান "মুজীবের" স্বপ্নকে বাস্তবায়ন

করা।

মুজিব এবং তার মেয়ের পূর্বপুরুষের

ইতিহাস হয়তো অনেক আগেই

জেনেছেন,তাই পৃথিবীতে প্রতেক মানুষেই

চায় যে__নিজের

দেশকে রক্ষা করতে,নিজের

মাতৃভুমিকে বাঁচিয়ে রাখার অপ্রান চেষ্টায়

সব সময় সঁচল থাকে।

তাই হাসিনার ও সব মানুষের মত একই

স্বপ্ন ছিলো,আর তাহা বাস্তবায়ন

করতে যাচ্ছে।

তার

পিতা উড়ে এসে জুড়ে বসে ছিলো এবং তিনি মানুষকে চাঁপের

মুঁখে রেখে সব কিছুই কায়েম করে ছিলো।

আর আমরা সেই

বাঁঙ্গালী যারা কিনা মুজিব

যেভাবে আমাদের

মাঁথা হালিয়ে দিয়ে গিয়েছে সে ভাবেই আজ

পর্যন্তই আছি,মাঁথা তোলার সাহশ

পাইতেছি না।

আমরা কি এ ভাবেই সারা জীবন ভারত

এবং হাসিনার হাতে নির্যাতিত হয়েই যাব।

কখনো মুখ তুলে প্রতিবাদ

করতে চেষ্টা করবো না....?

-Shaidur Rahman Siddik

বিষয়: রাজনীতি

৮৪৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211408
২১ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৪
ভিশু লিখেছেন : মানুষ তো মুখিয়ে আছে...
দরকার সুযোগ্য নেতৃত্বের...
212053
২৩ এপ্রিল ২০১৪ রাত ০২:৩৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : উচিৎ কথা! লিখে যান মনের কথাগুলো সুন্দর ভাষা দিয়ে, সাথেই পাবেন। ব্লগে স্বাগতম ও ফুলেল শুভেচ্ছা আপনাকে Rose Rose
212377
২৩ এপ্রিল ২০১৪ রাত ১০:০১
shaidur rahman siddik লিখেছেন : ভিশু ও লায়লা আপু আপনাদের দুজনকেই এক সাথেই অনেক ধন্যবাদ জানাচ্ছি....আর লায়লা আপুকে আরো ধন্যবাদ যে_আমাকে নবীনের মত বরণ করে নেওয়ার জন্য
324244
০৩ জুন ২০১৫ রাত ১২:৪১
০৯ জুলাই ২০১৫ রাত ০৯:১৭
271687
shaidur rahman siddik লিখেছেন : :D/

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File